কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গনে অষ্টম আচারিয়া গুরু পূজা অনুষ্ঠান সম্পন্ন

0

মাহফুজ আলম, কাপ্তাই থেকে : আওয়ামী লীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা আন্তরিক হওয়ায় পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মান উন্নয়ন, অর্থ নৈতিক উন্নয়নের পাশাপাশি ভুমিহীন ও ঘর বিহীন হত দরিদ্র মানুষের মাঝে সরকারি ভাবে বসবাসের ঘরসহ ভুমি প্রদান করছেন। এ ছাড়াও মেডিকেল কলেজ, বিশ্ব বিদ্যালয় স্হাপন, বিদ্যুৎ আয়নের উন্নয়ন, হাসপাতালের উন্নতি করন ও সকল ধর্মীয় প্রতিষ্ঠান সমুহে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ২২ জানুয়ারী শুক্রবার কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গনে অষ্টম আচারিয়া গুরু পূজা অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে বক্তব্য গিয়ে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার – এমপি, এসব কথা বলেন।

এ্যাডভোকেট হ্লা থোয়াই মারমার সঞ্চালনায় দিন ব্যাপী আচারিয়া গুরু পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিৎমরম বৌদ্ধ বিহারের প্রধান ভদন্ত পামোক্ষা মহাথের, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রুু, জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য নিউচিং, সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং, পুজা কমিটির আহ্বায়ক ভদন্ত পংনিওসারা মহাথের,সদস্য সচিব প্রকৌশলী থয়াই হা চিং মারমা, এ ছাড়া অনুষ্ঠিত অষ্টম আচারিয়া গুরু পূজায় শ’ শ’ দায়ক- দায়ীকারা উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.