শেরপুরে বেড়েছে সূর্যমুখী ফুল চাষ

0

নকলা প্রতিনিধি : যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। দেখে মনেহয় এ যেন এক বিশাল আয়তনের হলুদ গালিচা। ভিন দেশী ফুল সূর্যমুখীর এমনই চিত্র দেখা গেছে শেরপুর জেলার বিভিন্ন উপজেলায়। আর এই ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। প্রথমে কৃষকদের সূর্যমূখী ফুল চাষে আগ্রহ কম থাকলেও কৃষি প্রনোদনার আওতায় ও কৃষি অফিসের সহায়তায় ভালো ফলন ও কম খরচে বেশি লাভ হওয়ায় এই ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। শেরপুরের নকলা উপজেলার বাছুরআলগা গ্রামের কৃষক জান্নাতুল ইসলাম বাদল মিয়ার মাঠে। কৃষি প্রণোদনার আওতায়এ উপজেলায় ৬২০ বিঘা জমিতে জমিতে চাষ করা হয়েছে সুর্যমূখী ফুল। প্রথমে আগ্রহ কম থাকলেও কম খরচ আর লাভ বেশি হওয়ায় এ ফুল চাষে আগ্রহ বেড়েছে এখানকার কৃষকদের। শুধু নকলা নয়, এর চাষ হয়েছে শেরপুর সদর উপজেলার বিভিন্ন ব্লকে। ৬২০ জন চাষী নকলা উপজেলার বিভিন্ন গ্রামের জমিতে চাষ করা সূর্যমুখী ফুলের ফলন দেখে খুশি কৃষক জান্নাতুল ইসলাম বাদল মিয়া। প্রতিদিনই ফুলের বাগানটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস জানান প্রনোদনার বীজ পেয়ে এ সূর্যমুখী ফুল চাষ করেছেন । উপ-সহকারী কৃষি কর্মকর্তা চন্দ্রকোনা ব্লকের মশিউজ্জামান জানান তার ব্লকে ৬জন চাষী এ বিদেশে ফুলের চাষ করেছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.