পাবনা প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পাবনার সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মো: রবিউল আলম। প্রধান সহকারী পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। স্থায়া, অস্থায়ী ও অতিরিক্ত মিলে ১৯৪৭ টি টিকা কেন্দ্র থেকে এই টিকা খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাসের ৪৬৬১৮ জন শিশু, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪০ হাজার ৬৪৯ জন শিশুকে টিকা খাওয়ানো হবে। এই কাজে মাঠকর্মি, স্বেচ্ছাসেবক ও প্রথম সারির তদারককারী মিলে ৪ হাজার ৮৪৭ জন নিয়োজিত থাকবেন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ক্যাম্পেইন কেন্দ্র খোলা থাকবে।