মাহফুজ আলম,কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দীর্ঘ দুই মাস পর আবার শুরু হয়েছে করোনার ভ্যাকসিন দেওয়া কার্যক্রম। বুধবার ১৪ জুলাই সকাল থেকে শুরু হওয়া প্রথম দিনে করোনা ভ্যাকসিন নিতে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকজনের উপস্থিতি চোখে পড়ার মতো।
কাপ্তাই উপজেলা করোনার ফোকাল পার্সন ও আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ওমর ফারুক রনি উপস্থিত থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, সরকারি স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী কাপ্তাই উপজেলায় চীনের তৈরি সিনোফার্ম এর ভেরোসেল টীকাটি দেওয়া শুরু হয়েছে। অনলাইনে যারা আবেদন করার পর মেসেজ এসেছে শুধু মাত্র তাদের এই টীকা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ৩৫ বছরের অধিক ব্যাক্তিরা যেন দ্রুত রেজিস্ট্রেশন করে টীকা গ্রহনে সকলকে উদ্বুদ্ধকরণ পরামর্শ জানিয়েছেন। এছাড়া তিনি বলেন, কাপ্তাইয়ে করোনা ভ্যাকসিন চাহিদার তুলনায় সরবারহ কম হওয়ায় তিনি সকলকে ধৈর্য সহকারে অপেক্ষা করার আহবান জানিয়েছেন এবং পর্যায়ক্রমে সবাইকে এই ভ্যাকসিন দেওয়া হবে জানিয়েছেন।