সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২৪ ডিসেম্বর শুক্রবার ১২ টার সময়
একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষীচাপ ইউনিট আলোর উদ্যগে পারঘাট পার নামক স্থানে অসহায় গরীব দুঃখী রোগীদের মাঝে বিনামূল্যে একদিন ব্যাপী চিকিৎসা সেবাপ্রদান করা করেছে।ঢাকা বারডেম হাসপাতালের এম.বি.বি.এস (সি.সি.ডি) ডা. নৃপেন্দ্র নাথ রায়, রোগীদের রক্ত পরীক্ষা, রক্তের গ্রুপ নির্নয়, পেশক্রিপসন সহ নানা পরামর্শ, স্বল্পপরিষরে ঔষধ বিতরণ করেন।
স্বপ্না, বলরাম নিবিড় ভাবে এ কাজে সহযোগিতা করেন। লক্ষীচাপ থেকে আগত রুগী রুবিয়া আক্তার বলেন শুনার পড়ে আজ ডা.দেখাতে আসি, হরিনচড়ার ধীরেন্দ্র নাথ রায় একই কথা বলেন। বিভিন্ন এলাকা থেকে আসা ১৮১ জন রোগীর মাঝে ডা. নৃপেন্দ্র নাথ রায় ফ্রী এই সেবা প্রদান করেন। বর্তমানে নীলফামারীর এবাদত ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন তিনি। ফ্রী মেডিকেল ক্যাম্প সময় কালে লক্ষীচাপ আলো ইউনিটের নানা পর্যায়ের কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন। উদিয়মান তরুন শংঙ্কর চন্দ্র রায় আলোর বাজারের সমন্বয়ক এরকম সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।