পাবনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

পাবনা প্রতিনিধি : ‘সকলের জন্য মানসিক স্বাস্থ্যকে বিশ্বব্যাপী অগ্রাধিকার দিন’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

দিবসটি পালনে সোমবার (১০ অক্টোবর) সকালে পাবনা মানসিক হাসপাতালের উদ্যোগে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

পাবনা মানসিক হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. শাফকাত ওয়াহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওবায়দুল্লাহ বিন আলী।

বিশেষ অতিথি ছিলেন, মানসিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায়, পাবনা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী।

মানসিক হাসপাতালের আবাসিক সাইকিয়াট্রিস্ট ডা. মাসুদ রানা সরকারের সঞ্চালনায় সভায় দিবসের প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. শফিউল আযম। অনুষ্ঠানে মানসিক হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাবনা মানসিক হাসপাতালপাবনা মেডিকেল কলেজপাবনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিতবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
Comments (0)
Add Comment