চুয়াডাঙ্গা প্রতিনিধি : ডাঃ গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকান্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের আয়োজন সমাবেশে বক্তব্য রাখেন ডাঃ মার্টিন হিরক চৌধুরী, ডাঃ আতাউর রহমান, ডাঃ রবিন প্রমুখ।
বক্তারা বলেন, রাজশাহী মহানগরীতে নির্মম ভাবে হত্যা করা হয় ডাঃ গোলাম কাজেম আলী আহমেদকে। অবিলম্বে এ হত্যাকান্ডের বিচার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।