আগস্টের কবিতা/ কাজী আতীক

হাজার জনম কাঁদলেও যে শোক ঘুচবে না জাতির
হাজার জনম চেষ্টায়ও যে কলঙ্ক মুছবে না বাঙ্গালীর
আজ সেই কালো রাত আগস্ট পনেরো, ইতিহাসের
জঘন্যতম অধ্যায় কলঙ্কময়- আগস্ট শোকাবহ।
——/////———

আগস্টের কবিতা/
কাজী আতীক।

বটের ঝুরির মতো বিকল্প শেকড়
প্রোথিত রয়েছে যখোন গভীরে মাটির
সমূলে অপসারণ এর আদৌ কি সম্ভব?

যদি প্রমত্ত নদীর মতো দুরন্ত বহমান
ঝর্ণা অঝোর কবিতার অনায়াস বুনন-

আমি স্থির জানি- অস্তিত্ব হারায় না সূর্য
অস্তমিত হওয়া কেবল এক আবর্ত খেলা
সূর্যটা থাকে ঠিকই আড়ালে রাতের।

তারপর আবারও হয় আগামীর সূর্যোদয়।

যেমন- বঙ্গবন্ধু মুজিব, জাতি ও রাস্ট্রের জনক
বাঙ্গালী ও বাংলার, জাতি ও রাস্ট্রের সমার্থক
এক নাম, তিনি অমর, মহান- নেই তাঁর ক্ষয়।

———————

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। জয় হোক বাংলার মানুষের।

(কিশোরগন্জ, জাতীয় শোক দিবস, ১৫ আগস্ট ’২০২১)

আগস্টের কবিতাকাজী আতীক
Comments (0)
Add Comment