আগস্টের কবিতা/ কাজী আতীক

0

হাজার জনম কাঁদলেও যে শোক ঘুচবে না জাতির
হাজার জনম চেষ্টায়ও যে কলঙ্ক মুছবে না বাঙ্গালীর
আজ সেই কালো রাত আগস্ট পনেরো, ইতিহাসের
জঘন্যতম অধ্যায় কলঙ্কময়- আগস্ট শোকাবহ।
——/////———

আগস্টের কবিতা/
কাজী আতীক।

বটের ঝুরির মতো বিকল্প শেকড়
প্রোথিত রয়েছে যখোন গভীরে মাটির
সমূলে অপসারণ এর আদৌ কি সম্ভব?

যদি প্রমত্ত নদীর মতো দুরন্ত বহমান
ঝর্ণা অঝোর কবিতার অনায়াস বুনন-

আমি স্থির জানি- অস্তিত্ব হারায় না সূর্য
অস্তমিত হওয়া কেবল এক আবর্ত খেলা
সূর্যটা থাকে ঠিকই আড়ালে রাতের।

তারপর আবারও হয় আগামীর সূর্যোদয়।

যেমন- বঙ্গবন্ধু মুজিব, জাতি ও রাস্ট্রের জনক
বাঙ্গালী ও বাংলার, জাতি ও রাস্ট্রের সমার্থক
এক নাম, তিনি অমর, মহান- নেই তাঁর ক্ষয়।

———————

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। জয় হোক বাংলার মানুষের।

(কিশোরগন্জ, জাতীয় শোক দিবস, ১৫ আগস্ট ’২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.