আমি না হয় মরেই যাই – আল-আমীন হোসেন লিমন

আমি না হয় মরেই যাই,
তুমি বেঁচে থাকো ৷
আমার মন আর পারে না ৷
তোমার হৃদপিন্ডে স্বপ্নগঙ্গা,
আমার বুকে ভাঙন ৷
আমার চোখে অথৈ জল
গোগ্রাসে গিলছে বুকের জমিন ৷
তোমার স্বপ্নগুলো বেঁচে থাক,
তুমি ভেসে যাও দ্বিধাহীন ৷
দু’পাশে ছড়িয়ে দাও লাল-নীল
ভালোবাসার গালিচা ৷
হেঁটে আসুক সহস্র ক্ষুধিত হৃদয় ৷
ওরা সুখ দেবে তোমায়,
আমিতো শুধু ভালোই বেসেছি ৷
তাতে সুখ নেই বলে তোমার আপত্তি ৷
আমি না হয় মরেই যাই,
তুমি বেঁচে থাকো,
আমার মন আর পারে না ৷

আমি বরং পুড়েই যাই উড়ে উড়ে,
এ ডাল থেকে ও ডাল ধরে ধরে
নিরাশ্রয় হয়ে যাই দিনেদিনে ৷
ছাই হয়ে বাতাসে মিশে যাক
আমার প্রেমের শুভ্র পালক,
তুমি ছাইরংয়ে ছবি আঁকো
তোমার মনের স্বপ্নিল ক্যানভাসে ৷
আমার মন উঁচু-নিচু বন্ধুর
তাতে তোমার ছবি আঁকা হয় না ৷
আমি না হয় মরেই যাই,
তুমি বেঁচে থাকো,
আমার মন আর পারে না ৷

আমি না হয় সরেই যাই তোমার থেকে,
তোমার চারপাশ ভরে উঠুক গাঁদাফুলে ৷
হলুদারণ্যে ভরে যাক তোমার উঠোন,
আমার সারাদেহে কেবলই রক্তজবা ৷
আঘাতে আঘাতে কেবলই লাল হয় মাটি ৷
আমি অসহায় চোখে তোমাকে দেখি,
তীব্র অবজ্ঞায় তোমার মুখ ভরে যায়,
দীর্ঘশ্বাস মেলে ধরো আকাশে ৷
আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় অবিরাম,
তোমার শূণ্যতা আমাকে শূণ্য করে দেয় ৷
আমি সইতে গিয়ে ভেঙে যাই বারবার ৷
আমি না হয় মরেই যাই,
তুমি বেঁচে থাকো,
আমার মন আর পারে না ৷
ইদানিং তোমার মনও আর পারে না ৷৷

“আমি না হয় মরেই যাই”
–আল-আমীন হোসেন লিমন।

আল-আমীন হোসেন লিমন
Comments (0)
Add Comment