চলে যাবো। নাছরীন মিতা

চলে যাবো
নাছরীন মিতা

হয়তো অনেকটা অভিমানেই চলে যাবো
মুক্ত নীল আকাশ, বিশাল সমুদ্র, ঝর্ণাধারা উঁচু পাহাড় এবং তোমাকে ছেড়ে।
যা কিছু প্রিয় আমার সব ছেড়ে।
হয়তো আর ফিরবো না নীল নদে,ধূসর ধূ ধূ প্রান্তরে, ফেব্রুয়ারীর বই মেলাতে।
চলে যাবো অনেক অনেক দূরে
তোমার থেকে।
তাতে,,,,
কিছু যাবে আসবে? হয়তো বা না।
হয়তো অনেকটা অভিমানেই চলে যাবো
সময়ের কাছে মেলেনি ঠাই
এমন কি রাতের সুনসান নীরবতার
কাছেও।

নাছরীন মিতা
Comments (0)
Add Comment