শীতে কা’র কী চাই – মুস্তফা সলিমুল্লাহ্

শীতে কা’র কী চাই
-মুস্তফা সলিমুল্লাহ্
————————–
শীতে সকলেই বলে –
”ভাবা পিঠে আর খেজুর রস নাহ’লে কী চলে !!! ”
শীতে ভোজন প্রেমিকগণ বলে –
” খিচুড়ি আর হাঁসের ভুনা মাংস নাহ’লে কী চলে !!!”
শীতে চা প্রেমিকগণ বলে –
ভোরো ভোরে এক কাপ গরম চা নাহ’লে কী চলে !!!”
শীতে ধনীগণ বলে –
” সেন্টমার্টিনে গিয়ে বীবীকিউ পার্টি নাহ’লে কী চলে!!!”
শীতে শীতকাতুরেগণ বলে –
” এ শীতে কাশ্মিরীশাল নাহ’লে কী চলে !!! ”
শীতে জীর্ণবস্ত্র পরিহিতোরা বলে-
” বড়োলোকেরা যে রাতে গায়ে দেয়- সেটাকে কী যেনো বলে !!? ”
মাঘের শীতে টোকাইরা বলে-
” এ শীতে ওয়াসার বড়ো বড়ো পাইপ ছাড়া কী চলে !!!”
শীতে হতদরিদ্ররা বলে –
” রাতে আবর্জনার স্তুপ না জ্বালালে কী চলে !!! ”
শীতে টোকাইরা বলে –
” বড়োলোকের মেয়েদের বিয়ের উচ্ছিষ্ট খাবার নাহ’লে কী চলে !!! ”
———————————————-
মুস্তফা সলিমুল্লাহ্
২৩ ০১ ২০২৩ ইসায়ী ।

মুস্তফা সলিমুল্লাহ্শীতে কা'র কী চাই
Comments (0)
Add Comment