কিছু গল্প থেকে যাবে / নাছরীন মিতা

কিছু গল্প থেকে যাবে

নাছরীন মিতা

কিছু গল্প কবিতা রেখে,
একদিন চলে যাবো
দূরে বহু দূরে…
কিছু বুনো ফুল ফুটবে
হয়তো পাহাড়ের গায়ে,
ঘাস ফড়িংদের গানের সুরে
ঐ সবুজ হারাবে মূর্ছনাতে,
বাতাসে বাতাসে ভেসে বেড়াবে
ফুলের গন্ধ…
আলো আঁধারে হয়তো
কারো মনে ভেসে উঠবে
আমার মুখচ্ছবি,
আবার হয়তো
নিয়ন আলোয় হারিয়ে
যাবো…
গাঙচিল উড়ে যাবে দূর আকাশে,
ভুলে যাবে সবাই কাজের ফাঁকে
কথায় কথায় এই আমাকে …

নাছরীন মিতা
Comments (0)
Add Comment