পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে বঙ্গবন্ধু কর্নার

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারতের পাঞ্জাবের ‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’-তে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শ্রী অশোক মিত্তালের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার পূর্ণাঙ্গ প্রতিকৃতি, বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বই রাখা হবে। এছাড়া অডিও-ভিজু্যয়াল মাধ্যমে তথ্য দেওয়ার ব্যবস্থা থাকবে।

‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’-তে বাংলাদেশের প্রায় সাড়ে সাতশ’ শিক্ষার্থী অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয় সফরকালে হাইকমিশনার মোহাম্মদ ইমরান সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে বঙ্গবন্ধু কর্নারলাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি
Comments (0)
Add Comment