পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে বঙ্গবন্ধু কর্নার

0

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারতের পাঞ্জাবের ‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’-তে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শ্রী অশোক মিত্তালের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার পূর্ণাঙ্গ প্রতিকৃতি, বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বই রাখা হবে। এছাড়া অডিও-ভিজু্যয়াল মাধ্যমে তথ্য দেওয়ার ব্যবস্থা থাকবে।

‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’-তে বাংলাদেশের প্রায় সাড়ে সাতশ’ শিক্ষার্থী অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয় সফরকালে হাইকমিশনার মোহাম্মদ ইমরান সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.