সুজানগরে মাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ ।

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মালফিয়ায় প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় কাজ করা সেচ্ছাসেবী সংগঠন মাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের উদ্যোগে ক‌রোনা মহামা‌রি ,নদী ভাঙন ও বন্যায় ক্ষ‌তিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

আজ ৩০ জুলাই সুজানগর উপজেলার মালফিয়া গ্রামে ৭৬ নং মালফিয়া সরকারি প্রাথামিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ত্রাণ সহায়তার সামগ্রী বিতরণ করা হয়। এ সকল সামগ্রীর মধ্যে ম‌ধ্যে ছি‌ল দশ কে‌জি চাল, এক কে‌জি ডাল, এক লিটার তেল , এক কে‌জি চি‌নি ,দুই প্যা‌কেট সেমাই । মোট ৬৬ জন কে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয় ,৪ জন কে বিকা‌শে নগদ ৬,০০০ টাকা আর্থিক সহায়তা করা হয় । মাদার তে‌রেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপ‌তি আবুল কালাম আজদের উ‌দ্যে‌াগে এসব ত্রাণ সামগ্রী ক্রয়ে আর্থিকভাবে সহযোগিতা করেন আ‌মে‌রিকান প্রবা‌সি নুর‌মোহাম্মদ , রাজু ,নুরুল ,উন্নয়ন কর্মকর্তা এড‌ভো‌কেট ফাইয়াজ উ‌দ্দিন আহ‌ম্মেদ ,মো: আজাদ বিশ্বাস , শিপ্রা খন্দকার ,আসমা সরকার, ম‌নিরা ফের‌দৌসী , আতাউর রহমান ,শাহআলম ,ফা‌তেমা আক্তার , পলাশ আমজাদ এবং মাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপ‌তি আবুল কালাম আজদের নিজস্ব তহবিল থেকে ।

এই নি‌য়ে মাল‌ফিয়া গ্রা‌মের ১৪০ জন কে সহায়তা প্রদান করা হ‌লো । বিডি২৪ভিউজ কে মাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক প্রবীর সভাপতির এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন চেষ্টা করে যাচ্ছে অসহায় প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করার এজন্য সমাজের বিত্তশালীদের সহযোগীতা দরকার,তিনি আরো বলেন যারা মাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের ডাকে সারা দিয়ে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । ত্রাণ বিতরণ কার্যক্রম সার্বিকভাবে সাযোগিতা করেন মাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মো: দেলোয়ার হাসেন মিলন ।

আপডেট নিউজ পাবনাপাবনামাদার তেরেসা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন
Comments (0)
Add Comment