জব্দকৃত দুই হাজার ৯৯৮ লিটার মদ ধ্বংস করলেন কাপ্তাইয়ের ইউ,এন,ও

মাহফুজ আলম, কাপ্তাই থেকে : পুলিশের বিশেষ অভিযানে জব্দকৃত তিন হাজার লিটার চোলাই মদের অংশ থেকে দুই হাজার ৯৯৮ লিটার মদ কাপ্তাই রেশম বাগান এলাকায় ২৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা আড়াইটার সময় কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন,সেকেন্ড অফিসার খলিলুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে জব্দকৃত মদ সমুহ ধ্বংস করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। উল্লেখ্য গেল ১৪ ডিসেম্বর কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে মিশন হাসপাতাল সংলগ্ন থানাঘাট নামক স্থানে কর্নফুলী নদী দিয়ে অভিনব কায়দায় পাচার কালে কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইঞ্জিন চালিত বোটে ৩ হাজার লিটার চোলাই মদের বৃহৎ চালানসহ ২ জনকে আটক করা হয়েছিল। ১৫ ডিসেম্বর মঙ্গলবার আটককৃতদের রাঙামাটি জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক প্রতিটি বস্তায় ৩০ লিটার করে মোট ১শ’ টি প্লাস্টিকের বস্তায় চোলাই মদ মজুদ ছিল। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এসময় বোটে থাকা দু’জনকে হাতে নাতে আটক করা হয় এবং ৪ জন পালিয়ে যায়।
আটককৃত ব্যাক্তিদ্বয়ের নাম আনু প্রু মারমা (৪৭), পিতা- মৃত হ্লাক্রই প্রু মারমা ও সায়মন মারমা (২৫), পিতা- স্যামং মারমা। তারা উভয় রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার বাসিন্দা। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের রাঙামাটি আদালত থেকে জেল প্রেরণ বিজ্ঞ আদালত। ওসি নাসির উদ্দীন জানান এক আদেশে ধৃত মাদক গুলো ইউএনও’র উপস্থিতিতে ধ্বংস করা হলো।

কাপ্তাইকাপ্তাই উপজেলাকাপ্তাইয় ইউএনওদুই হাজার ৯৯৮ লিটার মদ
Comments (0)
Add Comment