পাবনায় অন্ধ শিক্ষার্থীদের খাওয়ার জন্য আর্থিক সহায়তা দিলেন এমপি প্রিন্স ।

মানবকল্যাণ ট্রাস্ট দেশের বিভিন্ন স্থানের দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল পদ্ধতিতে কোরআন শিক্ষা দিয়ে আসছে।

পাবনা প্রতিনিধি : পাবনায় অন্ধ প্রতিবন্ধীর কুরআন শিক্ষা প্রতিষ্ঠান ‘সিংগা মানবকল্যাণ ট্রাস্ট’র আবাসিক শিক্ষার্থীদের ঈদ উপলক্ষে খাবারের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। রোববার এমপি প্রিন্স আর্থিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর (অবঃ) আবুল হোসেনের হাতে। এ সময় আওয়ামী লীগ নেতা সন্তোষ কুমার হাওলাদার, এমপির বিশেষ সহকারী শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি ও হিরোক হোসেন। অর্থ প্রদান অনুষ্ঠানে এমপি প্রিন্স বলেন, মানবকল্যাণ ট্রাস্ট দেশের বিভিন্ন স্থানের দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল পদ্ধতিতে কোরআন শিক্ষা দিয়ে আসছে। এছাড়াও দৃষ্টিপ্রতিবন্ধীদের জেনারেল শিক্ষা প্রদান করছে। যা মহৎ একটি উদ্যোগ। বর্তমান সরকার যেখানে বিভিন্ন স্তরের প্রতিবন্ধীদের নিয়ে নানা মুখি উদ্যোগ গ্রহণ করেছেন। সেখানে সিংগা মানবকল্যাণ ট্রাস্টের এই উদ্যোগকে ধন্যবাদ জানান।

আওয়ামীলীগগোলাম ফারুক প্রিন্সগোলাম ফারুক প্রিন্স এমপিদৃষ্টি প্রতিবন্ধীপাবনা জেলা আওয়ামী লীগপাবনা মানবকল্যাণ ট্রাস্টমানবকল্যাণ ট্রাস্টমানবকল্যাণ ট্রাস্ট পাবনা
Comments (0)
Add Comment