রফিকুল ইসলাম সুইট : ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (৭ জুন) সকাল ৭টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালিত হয়। এ সময় স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে নিরবতা পালন।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগ নেতা বিজয় ভুষন রায়ম এ্যাড. তৌফিক ইমাম খান, মোস্তাক আহমেদ আজাদ, জেলা কুষক লীগের সভাপতি মহীদুর রহমান শহীদ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শামসুন নাহার রেখা সহ জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা লীগ, জেলা কৃষকলীগের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৬ দফা ছিল স্বাধীনতার ম্যাগনা কার্টা। ৬ দফার হাত ধরেই বাঙ্গালী পেয়েছিল স্বাধীনতা।
১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা করা ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়।