পাবনার মালিগাছায় প্রকাশ্য কুপিয়ে হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের ফাঁসি দাবিতে মানবন্ধন

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে ভজেন্দ্রপুর গ্রামে বাড়ি থেকে জোর করে প্রকাশ্য দিবালকে ইয়াছিন প্রামাণিকে কুপিয়ে হত্যার প্রতিবাদে চিহ্ন সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী ও তার সন্তানে’রা।

পাবনা প্রতিনিধিঃ-পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে ভজেন্দ্রপুর গ্রামে বাড়ি থেকে জোর করে প্রকাশ্য দিবালকে ইয়াছিন প্রামাণিকে কুপিয়ে হত্যার প্রতিবাদে চিহ্ন সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী ও তার সন্তানে’রা।
আজ বেলা সাড়ে ১১টার সময় পাবনা ঈশ্বরদী মহাসড়কে টেবুনিয়া বাজারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানবন্ধনে বক্তা’রা বলেন, চিহ্ন সন্ত্রাসী ইমান মন্ডল, সোহান, নাছিম, সেলিম, লিটন, রাব্বি প্রকাশ্য দিবালকে ইয়াছিন প্রমানিকে তার বাড়ি থেকে জোর করে ধরে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে এই ৬ সন্ত্রাসী’রা এবং দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হয়ে গেলেও তাদের বিচার হয়নি। সন্ত্রাসী’রা প্রকাশ্য ঘুরাঘুরি করছে এবং নিহত পরিবারের বিভিন্ন প্রকার হুমকিধামকি দিচ্ছে, তাই প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে ফাঁসির দাবি নিহত পরিবারের।

উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগের নেতা আব্দুল হামিদ খান, নিহত ইয়াছিন প্রমানিকের ভাই অধ্যাপক শাহাদত হোসেন, নিহত ইয়াছিন প্রমানিকের ছেলে জুয়েল হোসেন, আশরাফুল ইসলামসহ এলাকার বিভিন্ন সাধারণ মানুষ।

উল্লেখ্য; নিহত ইয়াছিন প্রমানিক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে ভজেন্দ্রপুর গ্রামের রাজাই প্রমানিকের ছেলে। ঘটনাটি ঘটে ২০ মার্চ শুক্রবার বিকেলে এই ঘটনায় নিহত ইয়াছিনের ছেলে বাদী হয়ে সদর থানায় একটি হত্য মামলা দায়ের করে। এখন পর্যন্ত এই ঘটনায় ১ জনকে আটক করে পুলিশ

pabnapabna newsPabna Update News
Comments (0)
Add Comment