পার্বতীপুরে প্রধান শিক্ষকের জাল সনদে চাকরি

কমল চন্দ্র রায়,ফুলবাড়ী দিনাজপুর থেকে : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কুমার রায় সনদ জালিয়াতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, মানিক কুমার রায় ২০০৫-২০০৬ সেশনে ইংরেজি বিষয়ে পার্বতীপুর বিএড কলেজ থেকে পরীক্ষায় অংশ করে অকৃতকার্য হন। পরে বি.এড পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার সত্ত্বেয় জাল সনদ তৈরী করে ২০২০ সনে পাবলিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত করার জন্য আবেদন করলে তার জাল সনদের বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। এ ঘটনায় প্রধান শিক্ষক মানিক কুমার রায়কে তিন বার কারণ দর্শানোর নোটিশ প্রদান করানো হয়,যা সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় বিষয়টি নিশ্চিত করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য মাহফিজুল ইসলাম রিপন।

দিনাজপুরপার্বতীপুর উপজেলার পাবলিক উচ্চ বিদ্যালয়ফুলবাড়ীমানিক কুমার রায়রংপুর
Comments (0)
Add Comment