ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

পাবনার ঈশ্বরদীর বে-সরকারী উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান, প্রবীণ সদস্যদের সম্মাননা ও অসুস্থ্যদের হুইল চেয়ার প্রদান করা

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর বে-সরকারী উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান, প্রবীণ সদস্যদের সম্মাননা ও অসুস্থ্যদের হুইল চেয়ার প্রদান করা হয়।

বুধবার দুপুরে সংস্থার চরমিরকামারী প্রধান কার্যালয় চত্তরে স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা। নিউ এরা ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জামাত আলী মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম, ছলিমপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মুক্তার হোসেন খাঁ।

অনুষ্ঠানে ৩৫ জন কৃতি শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে বৃত্তি প্রদান, তিনজন প্রবীন সদস্যকে শ্রেষ্ঠ প্রবীণ ব্যক্তিত্ব সন্মাননা ২৫০০ টাকা এবং প্রশংসাপত্র, তিনজনকে শ্রেষ্ঠ প্রবীণ বাবা/মা সন্মাননা ১৫০০ টাকা প্রদান করা হয় এবং শারিরিক ভাবে অসুস্থ, চলাচলে অক্ষম দুইজন প্রবীণ সদস্যক হুইল চেয়ার প্রদান করা হয়। এর আগে করোনা ভাইরাস সংক্রমনের ফলে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার জন্য সলিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রবীণ সদস্যদের বাড়িতে বাড়িতে যেয়ে ১০০ জনকে মাসিক পরিপোষক ভাতা (প্রত্যেককে ৫০০ টাকা) প্রদান করা হয় এবং ৩০ জন প্রবীণ সদস্যকে ওয়াকিং স্টিক প্রদান করা হয়।

ঈশ্বরদী আপডেট নিউজঈশ্বরদী উপজেলাঈশ্বরদী উপজেলা নিউজঈশ্বরদী নিউজঈশ্বরদীর সংবাদ
Comments (0)
Add Comment