ঈশ্বরদীতে বোরখা পার্টি’র খপ্পরে স্কুল শিক্ষিকার খোয়া গেল প্রায় ২ লাখ টাকা

পাবনার ঈশ্বরদীতে বোরখা পার্টির খপ্পরে পড়ে নগদ ১ লাখ ৮৪ হাজার টাকা খুঁইয়েছেন পৌর এলাকার মধ্যঅরণকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা (৫৭)।

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বোরখা পার্টির খপ্পরে পড়ে নগদ ১ লাখ ৮৪ হাজার টাকা খুঁইয়েছেন পৌর এলাকার মধ্যঅরণকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা (৫৭)। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী পৌর সুপার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। ওই শিক্ষিকার বাড়ি শহরের পৌর পাড়া এলাকায়।

প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা জানান, স্কুল মেরামতের জন্য সরকারী বরাদ্দের ১ লাখ ৮৪ হাজার টাকা বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংক লিঃ ঈশ্বরদী শাখা থেকে চেকের মাধ্যমে উত্তোলন করেন তিনি। এ সময় ব্যাংকের ভেতর থেকেই ৪ জন বোরখা পরিহৃত মহিলা তাকে অনুসরণ করছিল। তিনি ব্যাংক থেকে বেরিয়ে ঈশ্বরদী পৌর সুপার মার্কেটের সামনে গেলে বোরখা পরিহৃত ৪ মহিলা তাকে ঘিরে ধরে। সে সময় ওই বোরখা পরিহৃত মহিলারা কৌশলে তার ব্যাগে থাকা টাকাগুলি নিয়ে কৌশলে সটকে পড়ে। তাদের আচরণে সন্দেহ হলে প্রধান শিক্ষিকা ভ্যানিটি ব্যাগ খুলে দেখেন তাতে কোন টাকা নেই। সন্দেহভাজনদের ধরতে চারিদিকে খোঁজাখুজি করা হলেও আর পাওয়া যায়নি। বিষয়টি তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছেন। এদিকে গত রোববার একই সময়, একই স্থানে বোরখা পার্টির খপ্পরে পড়ে নগদ ২০ হাজার টাকা খুঁইয়েছেন শহরের ফতেমহম্মদপুর এলাকার স্কুল শিক্ষিকা হোসনে আরা পলি (৪৫)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অরবিন্দ সরকার বলেন, বিষয়টি তিনি শুনেছেন। পুলিশকে এ ব্যাপারে খোঁজ-খবর নিতে বলা হয়েছে। তবে কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরদীঈশ্বরদী আপডেট নিউজঈশ্বরদী আপডেট সংবাাদঈশ্বরদী উপজেলাঈশ্বরদী উপজেলা আপডেট নিউজঈশ্বরদী উপজেলা নিউজ
Comments (0)
Add Comment