রূপপুর প্রকল্পে চাকরি দেওয়ার নামে প্রতারণা

একটি প্রতারকচক্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: একটি প্রতারকচক্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ প্রতারকচক্রের খপ্পরে পড়ে পাবনা শহরের মো. রাজু হোসেন বিশাল নামক এক যুবক ও তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশাল পৌর মহল্লার মো. আবদুর রাজ্জাকের ছেলে।

ভুক্তভোগী বিশাল জানান, গত ১ জুলাই তার মোবাইলে একটি কল আসে এবং তার নাম ধরে এক ব্যক্তি বলে, আমি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করি। আমাদের এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। এ সময় প্রতারক মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি মেইল অ্যাকাউন্ট দেয় সিভি পাঠানোর জন্য।

বিশাল চাকরির লোভে নিজের এবং তার ছোট ভাইয়ের সিভি পাঠায়। এরপর অন্য নম্বর থেকে ফোন করে ২ হাজার ৬০০ টাকা দিতে বলে। ভুক্তভোগী বিশাল রাজি হয়ে প্রতারকদের দেয়া পার্সোনাল নাম্বারে বিকাশ করে দেয় টাকা। বৃহস্পতিবার ফের অন্য আরেকটি নাম্বার থেকে ফোন করে মেডিকেল করার জন্য ৬ হাজার ৩৪০ টাকা বিকাশ করে নেয় প্রতারক চক্রটি।

এরপর ভুক্তভোগীদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দেখা করতে বলে প্রতারক চক্র। কিন্তু এরপর থেকে প্রতারকদের ব্যবহৃত সবগুলো নাম্বার বন্ধ পাওয়া যায়।

ভুক্তভোগীরা জানান, বেকারত্বের সুযোগ নিয়ে করোনাকালীন দুর্যোগময় মুহূর্তে যে ক্ষতি করেছে তা দুঃখজনক। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তদন্ত করে এর ব্যবস্থা নেয়ার দাবি জানান ক্ষতিগ্রস্ত যুবক ও তার পরিবার। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, অর্থ লেনদেন এর সময় যাচাই-বাছাই করে বিনিয়োগ করা উচিত ছিল। আর যারা এখানে অর্থ বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন তাদের প্রতি পরামর্শ হল তারা যেন দ্রুত এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন।

আপডেট পাবনা জেলার নিউজঈশ্বরদীঈশ্বরদী উপজেলাপাবনা জেলা নিউজরূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পরূপপুর প্রকল্পরূপপুর প্রকল্প নিউজ
Comments (0)
Add Comment