৪০০ পরিবারে খাদ্য সহায়তা দিলেন পাবনার মাসুমদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিরোজ হোসেন

মহাপ্রাণঘাতি করোনা ভাইরাস বিপর্যয়ে অসহায়, দরিদ্র, কর্মহীন ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরাজ হোসেন।

পাবনা প্রতিনিধি : মহাপ্রাণঘাতি করোনা ভাইরাস বিপর্যয়ে অসহায়, দরিদ্র, কর্মহীন ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরোজ হোসেন।

শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের সামনে অত্র ইউনিয়ন ৪ শতাধিক অসহায় কর্মহীন পরিবারের মানুষের মাঝে ২০ কেজি চাউল ও আলু বিতরণ করা হয়। খাদ্য সহায়তা প্রদানকালে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান মিরোজ হোসেন বলেন, সারাবিশ্বের সাথে বাংলাদেশের পরিস্থিতিও একই চিত্র করোনা মহামারীতে। এই দূর্যোগের কারণে নিম্নআয়ের মানুষগুলো হয়ে পড়েছে অসহায়। আর অসহায় মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ থেকে মানুষকে সবসময় সহায়তা করা হচ্ছে।

চেয়ারম্যান মিরোজ হোসেন আরও বলেন, এই করোনাকালে আমার মাসুমদিয়া ইউনিয়নে এ পর্যন্ত ৭ হাজারের অধিক অসহায় পরিবারে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত সহায়তা প্রাদান করেছি। কেউ যদি আমার কাছে বিপদে পরে ফোন দিয়ে তার সমস্যার কথা বলেন সাথে সাথে আমার প্রতিনিধিদের মাধ্যমে সেই সহায়তা পৌঁছে দিয়েছি। যা এখনও অব্যাহত রয়েছে।

খাদ্য সহায়তা পেয়ে একাধিব বয়স্ক মানুষ বলেন, শুনেছি চেয়ারম্যানরা নাকি ত্রাণ চুরি করে। কিন্তু আমাদের চেয়ারম্যান ‘মিরোজ’ সে একজন প্রকৃত পরোপকারী। নিজে মাথায় করে, ভ্যান ঠেলে বাড়ি বাড়ি গিয়ে আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা বিশ্বাস করি তিনি আমাদের যোগ্য জনপ্রতিনিধি হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করছেন।

Meroz Hossainআপডেট বেড়া উপজেলা নিউজপাবনাবেড়া উপজেলাবেড়া উপজেলা আপডেট নিউজবেড়া উপজেলা নিউজবেড়া উপজেলা সংবাদমাসুমদিয়া ইউনিয়নমাসুমদিয়া ইউনিয়ন বেড়া
Comments (0)
Add Comment