সুজানগরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা আহমেদ তফিজ উদ্দিন সড়কের মেরামত কাজের উদ্বোধন করেছেন- এমপি ফিরোজ কবির

পাবনা প্রতিনিধি: পাবনা সুজানগরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা আহমেদ তফিজ উদ্দিন সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে সুজানগরের সাতবাড়িয়া হতে খয়রান ভায়া চিনাখড়া পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এ রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম,সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম,দুলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আহমেদ ফিরোজ কবির এমপিবীর মুক্তিযোদ্ধা আহমেদ তফিজ উদ্দিন সড়কসুজানগর উপজেলা
Comments (0)
Add Comment