পিআইবির উদ্যোগে পাবনায় সাংবাদিকদের জুমঅ্যাপে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা জেলার সাংবাদিকদের জন্য “মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ” শীর্ষক অনলাইন ভিত্তিক জুমঅ্যাপে কর্মশালায় অংশ নিলেন ৩০ সাংবাদিক। পাবনা প্রেসক্লাবের আয়োজনে কর্মশালায় মডারেটরের দায়িত্ব পালন করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকতের সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন এনার্জি এন্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন।

কর্মশালার শুরুতেই সাংবাদিকদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার বিশেষ উন্নয়নের অন্যতম রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মেট্টো রেলসহ ১০ টি উদ্যোগের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ও দেশবরেণ্য লেখক রনেশ মৈত্র, সিনিয়র সাংবাদিক আব্দুল মতীন খান, মোসতাফা সতেজ, হাবিবুর রহমান স্বপন, রুমী খোন্দকার, কামাল আহমেদ সিদ্দিকী, আঁখিনুর ইসলাম রেমন, নরেশ মধু, উৎপল মির্জা, রাজিউর রহমান রুমী, আহমেদ হুমায়ুন কবির তপু।

এ সময় কর্মশালার সার্বিক বিষয়ে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ। পিআইবির উদ্যোগে ও পাবনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

পিআইবিপিআইবির উদ্যোগে পাবনায় সাংবাদিকদের জুমঅ্যাপে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Comments (0)
Add Comment