পাখির অভয়াশ্রম তৈরীর জন্য শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

পাবনা প্রতিনিধি : “পাখির অভয়াশ্রম ও জলবায়ু সংরক্ষণ” কে সামনে রেখে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় গতকাল ,শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। পাবনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) জনাব মোঃ মোখলেছুর রহমান রহমানের ব্যক্তিগত উদ্দ্যোগে ১১৫ টি বিভিন্ন ধরনের বৃক্ষের শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে পাখির অভয়ারণ্য তৈরীর জন্য প্রদান করা হয়।

কেন্দ্রীয় সৎসঙ্গের ভারপ্রাপ্ত সম্পাদক শ্রীরঞ্জন কুমার সাহার ( সহ- প্রতিঋত্বিক) সঞ্চালনায় বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) জনাব মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ-এর সভাপতি ড. শ্রী রবীন্দ্রনাথ সরকার( প্রতি – ঋত্বিক) , সাংবাদিক নরেশ মধু। এসময় উপস্থিত ছিলেন সংঘের সহ-সভাপতি অধ্যাপক যুগল কিশোর ঘোষ ( সহ- প্রতিঋত্বিক) , ঋত্বিক সচিব শ্রীদেবপ্রসাদ সুর ( প্রতি- ঋত্বিক) , ঋত্বিক সহ- পুরোধা হরিপদ মজুমদার ( প্রতি- ঋত্বিক) , ভক্তপদ সরকার ( প্রতি- ঋত্বিক), নির্বাহীর পরিষদের সদস্য শ্রীচিত্তরঞ্জন, অধ্যাপক গোপীনাথ কুন্ডু ( সহ- প্রতি ঋত্বিক) এবং আশ্রমিক কর্মীবৃন্দ ও ছাত্রবৃন্দ। বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন বিডি ক্লিন ও শ্রীশ্রীঠাকুর অনকূল চন্দ্র সৎসঙ্গ।

পাখির অভয়াশ্রম তৈরীর জন্য শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে বৃক্ষরোপন কর্মসূচি পালিতশ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম
Comments (0)
Add Comment