মানবাধিকার লংঘনের ঘটনা ফ্যাক্ট ফাইন্ডিং ট্রেনিং অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশান (এমএসএফ, ঢাকা)এর আয়োজনে ১০ আগস্ট মঙ্গলবার-২০২১ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অন লাইনে (জুম) ফ্যাক্ট ফাইন্ডিং ট্রেনিং অনুষ্ঠিত হয়। মানবাধিকার লংঘনের ঘটনা ফ্যাক্ট ফাইন্ডিং এর তথ্য-উপাত্ত সংগ্রহ, কৌশল চ্যালেঞ্জ মোকাবেলাসহ নানা বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এবং গ্রুপ ওয়ার্ক ভিত্তিক ট্রেনিংটি পরিচালনা করেন স্বনামধন্য সাংবাদিক, চ্যানেল আই’র চিফ নিউজ এডিটর মাসরুর জামান। দেশের ১০টি জেলার ফ্যাক্ট-ফাইন্ডিং কার্যক্রমের সাথে জড়িত ৩০ জন এই ট্রেনিং এ অংশ গ্রহণ করেন। এমএসএফ’র চিফ এক্সিকিউটিভ এডভোকেট সাইদুর রহমান সার্বিক কার্যক্রম পরিচালণা করেন।এমএসএফ’র সমন্বয়কারী টিপু সুলতান অংশ গ্রহনকারীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন এবং ফ্যাক্ট ফাইন্ডারদের মানবাধিকার ঘটনা চিহ্নিত করে সতর্কতার সাথে কাজ করার আহবান জানান। এমএসএফ’র ফ্যাক্ট-ফাইন্ডিং অফিসার তানিয়া খাতুন ও পাবনা থেকে হিউম্যান ডিফেন্ডার নেটওয়ার্কের সাধারন সম্পাদক বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল সিদ্দিকী, প্রফেসর আব্দুদ দাইন, মাসুম ইবনে জয়নাল, লুৎফর রহমান ফ্যাক্ট ফাইন্ডিং এর চ্যালেঞ্চ সমূহ তুলে ধরে গ্রুপ ওয়ার্ক ভিত্তিক বক্তব্য রাখেন। ট্রেনিংএ টেকনিক্যাল সাপোর্ট দেন মাহফুজুর রহমান।

মানবাধিকার লংঘনের ঘটনা ফ্যাক্ট ফাইন্ডিং ট্রেনিং অনুষ্ঠিত
Comments (0)
Add Comment