সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রিজাউল করিম সাতক্ষীরা : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে রোববার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৮টা থেকে সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সাংসদসহ বিভিন সংগঠণের পক্ষ থেকে শহরের সদর হাসপাতাল মোড়স্ত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউজে ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শিল্পকলা একাডেমী ও সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি’র পক্ষ থেকে পাবলিক লাইব্রেরীর দোতলায় আলোচনা সভার আয়োজন করা হয়।

দুপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মুনাজাত ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এ ছাড়া দুপুরে এতিমখানা ও জেলখানায় উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

 

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
Comments (0)
Add Comment