নীলফামারীর বিভিন্ন জায়গায় নন্দ উৎসব পালন

সত্যেন্দ্রনাথ রায়, ডোমার (নীলফামারীর) প্রতিনিধি : নীলফামারীতে হিন্দু ধর্মাবলম্বী ৩১ আগস্ট মঙ্গলবার,গীতাপাঠ, মৃদাংঙ্গ (খোল) বাজিয়ে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের মহানাম সংকির্তনের মধ্যদিয়ে নন্দ উৎসব পালন করা হয়েছে। পুরোহিত গনেষ কুমার অধিকারী (শিক্ষক) জানান পৃথিবীতে যখন অন্যায় অত্যাচার বেরে যায়, তখনেই ভগবান শ্রী কৃষ্ণ ধরাধামে আবিরভূত হন, দুষ্টের দমন শিষ্টের পালন করেন।
নীলফামারী পাঁরঘাট আলোর বাজার এলাকায় নন্দ উদসব পালন করা হয়েছে। মুঠোফোনে কথা হলে নীলফামারী জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও জজ কোর্ট এর পিপি এ্যাড. অক্ষয় কুমার রায়, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদক মৃনাল কান্তি রায়, ডোমার উপজেলা সাধারণ সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায় বিডি২৪ভিউজ কে জানান সরকারের করোনা কালীন সময়ে যে নির্দেশনা দেয়া হয়েছে তা সমুন্মত রেখেই স্বল্প পরিসরে অনাড়ম্বর ভাবে আমাদের নন্দ উৎসব পালন করা হয়েছে।

নন্দ উৎসব পালননীলফামারীর বিভিন্ন জায়গায় নন্দ উৎসব পালন
Comments (0)
Add Comment