ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ল মানসিক প্রতিবন্ধী

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে যুগল সূত্রধর (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ মারা গেছে। শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের রেল সেতুর পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুগলের নাম ছাড়া অন্য কোনো পরিচয় জানেনা এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, মানসিক ভারসাম্যহীন যুগল প্রায় এক বছর ধরে সদর ইউনিয়নের কৈডাঙ্গা বাজারে বিভিন্ন দোকানের বারান্দায় ও রাস্তার ধারে থাকতো। দিনভর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়ে মানুষের কাছ থেকে চেয়ে খাবার খেতো। এলাকার মানুষ তার পরিচয় জানতে চাইলেও কিছু বলতে পারেনি যুগল। এ অবস্থায় শুক্রবার দুপুরে যুগল সেতুর পূর্ব পাড়ে রেল লাইনের উপর শুয়ে ছিল। এরপর দুপুর পৌনে তিনটার দিকে একটি ঢাকাগামী চলন্ত ট্রেন তাকে দ্বিখন্ডিত করে চলে যায়।

কৈডাঙ্গা গ্রামের ইউপি সদস্য সাগর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ মারা যাওয়ার ঘটনা থানা পুলিশ ও রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশের ব্যবস্থা করবেন। পরিবারের সন্ধান না পাওয়ায় মরদেহ সৎকারের ব্যবস্থাও করবেন প্রশাসন

ভাঙ্গুড়াভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ল মানসিক প্রতিবন্ধী
Comments (0)
Add Comment