ডোমারে ট্রলী ও ভ্যানে মুখোমুখি সংঘর্ষ নিহত ২

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ট্রলী ভ্যান সংঘর্ষে ভ্যানচালক ও এক শিশুসহ ২ জন নিহতের খবর জানা গেছে। ঘটনাটি ৯ অক্টোবর শনিবার সন্ধ্যা৭ ঘটিকার সময় বোড়াগারী গোমনাতী পাঠানপাড়া নামক স্থানে,এ দুর্ঘটনা ঘটে। সেখানে আরো দুইজন আহত হয়,তারা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

নিহত হলেন বামুনিয়া ইউনিয়নের ময়দান পারা এলাকার আবুল হোসেন।নীলফামারী সদর রামগঞ্জ এলাকার নুরুন্নবী ইসলামের ৮ মাস বয়সী কন্যা শিশু সাবিহা সুলতানা। আহতরা হলেন বামুনিয়া ইউনিয়নের আবুল কাসেমের স্ত্রী মাজেদা বেগম(৫০) তার মেয়ে নিহত শিশুর সাবিহার মা সুবর্না বেগম(২৫) বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট জানান শনিবার সন্ধ্যায় হতাহতরা গোমনাতী হতে ভ্যানযোগে ময়দান পাড়া নিজবাড়িতে আসতেছিল, এমন সময়ে বিপরীত দিকথেকে গোমনাতি হতে পাঠানপাড়া নামক স্থানে মুখ মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ঘটনা স্থলেই শিশু সাবিহার মৃত্য ঘটে। গুরুতর অবস্থায় ভ্যানচালক,সাবিহার মা সুবর্না বেগম,তার নানী মালেকা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।রুগীর অবস্থা আশংঙ্কাজনক হলে দ্বায়িত্বরত ডা. নাজিয়া তাসনিম উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার্ড করেন।ভ্যানচালক রংপুর যাওয়ার মাঝপথেই তার মৃত্যু ঘটে। ডোমার থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর সাথে এ বিষয়ে কথা হলে জানান ঘটনা স্থলে গিয়ে ট্রলী উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

ডোমারে ট্রলী ও ভ্যানে মুখোমুখি সঘর্ষ নিহত ২
Comments (0)
Add Comment