নাটোরে কলেজ শিক্ষার্থীকে এসিড নিক্ষেপকারীর শাস্তির দাবীতে মানববন্ধন

রিয়াজ হোসেন লিটু, নাটোর: রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার দিনার উপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদ ও অভিযুক্তের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের কানাইখালি এলাকায় প্রেসক্লাবের সামনে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে এই কর্মসুচি পালিত হয়। মানবন্ধনে নাটোর লাঠিবাঁশি সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী, প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি মুক্তার হোসেন ও বন্ধুসভার সদস্যসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ অংশ নেয়।
এসময় সাংবাদিক মুক্তার হোসেন বলেন, গত রবিবার সন্ধ্যায় সদর লালমনিপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার দিনার মুখমন্ডলে অ্যাসিড নিক্ষেপ করে বখাটে মাহিন হোসেন।

পরে গুরুতর আহত অবস্থায় ঐ কলেজছাত্রীকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মাহিনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। অবিলম্বে দ্রুত বিচার আইনে মাহিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

নাটোরে কলেজ শিক্ষার্থীকে এসিড নিক্ষেপকারীর শাস্তির দাবীতে মানববন্ধন
Comments (0)
Add Comment