নাটোরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশনের অনুদানের চেক বিতরণ

রিয়াজ হোসেন (লিটু), নাটোর : বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন থেকে জেলার অসচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদদের অনুকূলে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুবিধাভোগী ১৯ জনকে ২৪ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহানায়ক। তিনি বৈষম্যমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তাঁর নির্দেশিত পন্থায় উন্নত বাংলাদেশের কাংখিত গন্তব্যে পৌঁছতে অক্লান্ত পরিশ্রম করছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে চান। জেলা প্রশাসনের সহকারী কমিশনার খালিদ হাসান জানান, মোট ১৯ জন ক্রীড়াবিদ অথবা তাদের পরিবারের নিকট মোট চার লাখ ৫৬ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

নাটোরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশনের অনুদানের চেক বিতরণ
Comments (0)
Add Comment