ভাঁড়ারা ইউনিয়নের নির্বাচন বাতিল

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সকল পদের নির্বাচন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর সকালে দুই পক্ষের নির্বাচনী প্রচারণায় সংঘর্ষে একজন স্বতন্ত্র প্রার্থী নিহতের ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান সোমবার (২০ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত রোববার (১৯ ডিসেম্বর) এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ অনুষ্ঠিতব্য পাবনা জেলার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সকল (চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য, সাধারন ওয়ার্ড সদস্য) পদের নির্বাচন বাতিলের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। সেই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য গত ১১ ডিসেম্বর সকালে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলম (৩৫) নিহত হন। ওইদিনই চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত গণবিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন।

পাবনা সদর উপজেলাভাঁড়ারা ইউনিয়ন পরিষদভাঁড়ারা ইউনিয়নের নির্বাচন বাতিল
Comments (0)
Add Comment