দিনাজপুর জেলার চিরিরবন্দরে আচরণবিধি ও আইনশৃংখলা বিয়য়ে প্রার্থীগণের সঙ্গে মতবিনিময় সভা

মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধি ও আইনশৃংলা বিষয়ে প্রতিদ্বদ্বি প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার), রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসার জি এম সাহাতাব উদ্দিন, দিনাজপুর সিনিয়র নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক প্রমূখ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) সুব্রত কুমার সরকার ‌‌ও উপজেলা নির্বাচন অফিসার আলহাজ্ব মোঃ আব্দুল মালেক স্বাগত বক্তব্য রাখেন।

এসময় অতিথিবৃন্দ উন্মুক্ত আলোচনায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীগণ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

দিনাজপুর জেলার চিরিরবন্দরে আচরণবিধি ও আইনশৃংখলা বিয়য়ে প্রার্থীগণের সঙ্গে মতবিনিময় সভা
Comments (0)
Add Comment