ইভটিজিংয়ের অভিযোগে স্কুল শিক্ষককে জরিমানা

সাইফুর নিশাদ , নরসিংদী প্রতিনিধি : মনোহরদীতে করোনার ভ্যাকসিন নিতে এসে এক স্কুল ছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়। এ অভিযোগে এক হাই স্কুল শিক্ষককে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কোর্ট সূত্রে জানা যায়, মনোহরদী সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের করোনার ভ্যাকসিন কেন্দ্রে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করছিলো।সেখানে দায়িত্বরত স্কুল শিক্ষক মাজহারুল ইসলাম ভীড়ের ভেতর তাকে নানাভাবে টিজ করেন বলে অভিযোগে জানা যায়।এতে স্বেচ্ছাসেবী স্কুল ছাত্রী পুলিশের শরনাপন্ন হয়।পরে মোবাইল কোর্ট অভিযুক্ত স্কুল শিক্ষককে ২০ হাজার টাকার অর্থ দন্ডে দন্ডিত করেন।
শিক্ষক মাজহারুল ইসলাম মনোহরদী উপজেলার জে আর এস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম কাসেমের কোর্ট তাকে এ দন্ডাদেশ প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম কাসেমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ইভ টিজিংয়ের অভিযোগে স্কুল শিক্ষককে জরিমানাইভটিজিং
Comments (0)
Add Comment