পাবনায় সাংবাদিকদের দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সুইট : পাবনায় কর্মরত সাংবাদিকদের “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক দুইদিন ব্যাপী অন লাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় থেকে সোমবার দুপুর পর্যন্ত ন্যাশনাল ইনিষ্টিটিউট অব মাস কমিউনিকেশন এবং প্লাটফরম ফর ডায়লগ এর আয়োজনে দুইদিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট এর মহাপরিচালক শাহীন ইসলামের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম। ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সঞ্চলানায় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ন সচিব আয়শা আক্তার, যুগ্ন সচিব মো. শাফায়াত মাহবুব চেীধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পাবনার আফরোজা আকতার, প্লাটফরম ফর ডায়লগ এর টিম লিডার মি. আর্সেন স্টেফিনিয়ন, জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুর হক, পরিচালক একেএম আজিজুল হক, বাংলাদেশ বেতারের উপরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, পরিচালক মো. জাহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মখলেছুর রহমান প্রশিক্ষণ, সিনিয়র সাংবাদিক মাসরুর জামান, বাসস এর সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল, জেলা তথ্য কর্মকর্তা শামিউল ইসলাম, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রবীন সংবাদিক আব্দুল মতীন খান, আব্দুল মান্নান প্রমূখ। কর্মশালায় ৩১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটপাবনা প্রেসক্লাবপাবনায় সাংবাদিকদের দুইদিন ব্যাপী কর্মশালা শুরু
Comments (0)
Add Comment