পাবনায় মাঠ প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতিতে ৬ষ্ঠ প্রশাসনে অচলাবস্থা

পাবনা প্রতিনিধি : বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীগণ তাদের পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীত করনের দাবীতে পাবনা জেলা প্রশাসকের কার্যলয়ের ৬ষ্ঠ দিনের মতো কর্মবিরতি চলছে । আন্দোলনকারীরা জানান তাদের দাবী বাস্তবায়ন না হওয়ায় তাদের পূর্ব ঘোষিত অনির্দিষ্ট কালের কর্মসূচী হিসেবে ১লা মার্চ হতে টানা ৬ষ্ঠ দিনের মতো তারা কর্মবিরতিতে রয়েছেন। কর্মবিরতির কারণে দুর দুরান্ত হতে আসা সেবা গ্রহীতাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং সেবা না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছেন।

কর্মবিরতিতে অবস্থানরতদের সাথে কথা বলে জানা যায় মাননীয় প্রধানমন্ত্রী ২৪/০১/২০২১ তারিখে তাদের দাবীর বিষয়টি অনুমোদন করলেও অদ্যাবধি তা অর্থ মন্ত্রণালয় বাস্তবায়ন না করায় তারা এই কর্মবিরতি পালন করছে। তারা দ্রুত বিষয়টি বাস্তবায়ন চায়। তাদের দাবী বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান। অবস্থান কর্মসূচীতে বক্তব্য প্রদান করেন এ বি এম শফিকুল ইসলাম , আইয়ুব আলী খান, মহিউল আলম, শহিদুল ইসলাম, মোঃ ইনসাফ আলী, লুৎফর রহমান লালন, মোঃ লুৎফর রহমান, মোতলেব হোসেন, মাহাবুল ইসলাম, আক্তার কেয়া, মেহেদী হাসান প্রমূখ।

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়পাবনায় মাঠ প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতির ৬ষ্ঠ প্রশাসনে অচলাবস্থা
Comments (0)
Add Comment