পাবনায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত

রফিকুল ইসলাম সুইট : পাবনায় নানা আয়োজনে উৎযাপিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন পাবনা জেলা কার্যালয়ের আয়োজনে পাবনা জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, র‌্যালী, কোরান খানী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে জেলা পরিষদে দিয়ে শেষ হয়, র‌্যালী শেষে জেলা পরিষদের রশিদ হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। “ইসলামের প্রচারে বঙ্গবন্দুর অবদান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইমামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আব্দুস শাকুর প্রমূখ। আলোচন সভায় বক্তারা বলেন, ইসলামের প্রসাওে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান র্শীষে। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছেন যা বিশ্বে কোথাও নাই। পাকিস্তানের বিরোধীতা শর্তেও ও আই সি সদস্য হয়েছেন খুব অল্প সময়ে। এসবই প্রমান করে বঙ্গবন্ধু ইসলামের সম্প্রসারণে একজন নিবেদিত প্রাণপুরুষ ছিলেন।

 

পাবনায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত
Comments (0)
Add Comment