পাবনা সদরে শ্রীকোল আজিজা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল আজিজা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে এ ভবনটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যকালে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নতুন নতুন ভবন তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কারণ শিক্ষার পরিবেশ ভালো থাকলে শিক্ষার্থীদের পড়াশোনা ভালো হবে। এমপি প্রিন্স আরো বলেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছেন।

প্রতিষ্ঠান টির গভর্নিং বডির সভাপতি এড.আব্দুল আহাদ বাবু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড.আওয়াল কবির জয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হীরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সরদার স্বপন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেল,সাদুল্লাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বদরুদ্দোজা মানিক, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জয় মাহমুদ জিয়া সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

পাবনা সদরে শ্রীকোল আজিজা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
Comments (0)
Add Comment