বাল্যবিয়ের অনুষ্ঠানেই মেয়ের বাবাকে কারাদণ্ড

সোম মল্লিক, যশোর প্রতিনিধি : যশোর জেলা প্রশাসনের তৎপরতায় দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে বাবা মো. শামীমকে দেওয়া হয়েছে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড।

জেলা প্রশাসন থেকে জানানো হয়, যশোর শহরের সিটি কলেজপাড়ার ৩ নম্বর কলোনির মো. শামীম তার মেয়েকে বিয়ে দিচ্ছে খবর পেয়ে সেখানে যান ম্যাজিস্ট্রেট। তখন দেখা যায়, ১৬ বছর বয়সী মেয়ের বিয়ে অনুষ্ঠানে অনেক মানুষের উপস্থিতি। এসময় ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে নিরোধ আইনে শামীমকে কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতির খবর জানতে পেরে পাত্রপক্ষ বিয়ের আসরে আসা থেকে বিরত থাকে। যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমান

বাল্যবিয়ের অনুষ্ঠানেই মেয়ের বাবাকে কারাদণ্ড
Comments (0)
Add Comment