কুড়িগ্রামে এক হাজার বন্যার্ত পরিবারে গুড নেইবারের ত্রাণ বিতরণ

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম চরাঞ্চলে গুড নেইবার বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া হাই স্কুল মাঠে এসব ত্রাণ
সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল চিনি, চিড়া, চিনি, বিস্কুট, লবণ ও খাবার স্যালাইন। এসময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলপনা বেগম, গুড নেইবার এর কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন, যাত্রাপুর ইনিয়নের চেয়ারম্যান আবদুল গফুর,
সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, প্রকল্প কর্মকর্তা লিংকন রায় প্রমুখ উপস্থিত ছিলেন। টানা দুই সপ্তাহ ধরে চর-দ্বীপচরের বানভাসী মানুষ কঠিন দুঃসময় পার করছিল। গুড নেইবার বাংলাদেশ থেকে ত্রাণ পেয়ে খুশি বানভাসী মানুষ।

কুড়িগ্রামে এক হাজার বন্যার্ত পরিবারে গুড নেইবারের ত্রাণ বিতরণ
Comments (0)
Add Comment