বান্দরবানে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

রিমন পালিত বান্দরবান প্রতিনিধি: বান্দরবানেবিশ্ব শিশু দিবস শিশু সপ্তাহ অধিকার উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১১ ই অক্টোবর রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখার পরিচালক শিলাদিত্য মুৎসুদ্দির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানে অতিথিরা বলেন শিশুরা হলো আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তাই শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সকলকে একযোগে কাজ করে যেতে হবে এবং শিশুদের মেধা বিকাশে বিভিন্ন উৎস মুলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। কারণ আজকের শিশু আগামীতে নেতৃত্ব দিবে বাংলাদেশের। তাই বাংলাদেশকে সুন্দর ডিজিটাল করে গড়ে তুলতে শিশুদের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য সকলকে আন্তরিক আহ্বান জানানো হয়।

 

আপডেট নিউজ বান্দরবানবান্দরবানবান্দরবানে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন
Comments (0)
Add Comment