মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আহত ভিক্ষুক নিখোঁজের ২০ ঘন্টা পর মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শনিবার সকালে জহুরা খাতুনের (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতের আধারে সেখানে মরদেহ ফেলে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ। বৃদ্ধা ভিক্ষুক জহুরা খাতুন গাংনী উপজেলা রাইপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুর বারটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি বাজারে বাসের সাথে ভ্যানের দুর্ঘটনায় ভিক্ষুক জহুরা খাতুন আহত হন। এর পর থেকেই তাকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। নিহতের ছোট বোনের ছেলে নাজমুল ইসলাম জানান, দুর্ঘটনার পর জনৈক এক ভ্যান চালক খলিশাকুন্ডি থেকে গাংনীর রাজা ক্লিনিকে জহুরা খাতুনকে চিকিৎসার জন্য নিয়ে যায়। ক্লিনিক থেকে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হলে ভ্যান চালক জহুরা খাতুনকে নিয়ে সরে পড়েন। এর পর থেকেই অনেক জায়গায় খোঁজ করেও ভ্যান চালক ও জহুরাকে খুঁজে পাওয়া যায়নি। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার রহস্যা উন্মোচনের চেষ্টা করছে পুলিশ।
আপডেট মেহেরপুর জেলা নিউজগাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধারগাংনী মেহেরপুরমেহেরপুর
Comments (0)
Add Comment