পাবনাসহ সারাদেশে ধর্ষণ, যৌন হয়রানি, হত্যার প্রতিবাদে ‘লাল কার্ড‘ প্রদর্শন করে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনাসহ সারাদেশে ধর্ষণ, যৌন হয়রানি, হত্যার প্রতিবাদে ‘লালকার্ড’ প্রদর্শন করে গ্রামাঞ্চলের খেটে খাওয়া বিপুল নারী মানববন্ধন করেছে। আজ সোমবার বেলা ১০টায় সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামে ২৫ নং ধরবিলা ক্ষুদ্রমাটিয়াতে এই মানববন্ধন করে তৃণমূল পর্যায়ের নারীরা। স্বনির্ভর পল্লী সমাজের উদ্যোগে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, র্ধষন, বাল্য বিয়েকে না‘ সম্বলিত লাল কার্ড প্রদর্শন করে মানববন্ধনে অংশগ্রহনকারী। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন মেয়েদের জন্য নিরাপদ নাগরিত (মেজনিন) এর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতার, স্বনির্ভর পল্লী সমাজের সভাপ্রধান তাছলিমা খাতুন, জনপ্রতিনিধি ও পল্লী সমাজ সদস্য রুলিয়া খাতুন, সমাজ সেবক লতিফা আক্তার রত্না, তারেক ইসলাম প্রমুখ। এ সময় পল্লী সমাজের সদস্যসহ জনপ্রতিনিধি, সমাজসেবকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা ধর্ষক ও নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

pabna newsPabna Update Newsআপডেট নিউজ পাবনাআপডেট পাবনা জেলার নিউজপাবনা
Comments (0)
Add Comment