সাতক্ষীরায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে মুক্তিযোদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা সভা

রিজাউল করিম, সাতক্ষীরা: মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে এসো মুক্তিযোদ্ধের গল্প শুনি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ নম্বেবার) বেলা ১১ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে খেজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ- জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন, রাজনগর বটতলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাদ্দাম হোসেন, সদর উপজেলা মাধ্যমিক অফিসার জাহিদুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম,খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক এম সুশান্ত, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পদক শেখ মোসফিকুর রহমান মিলটন সহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা, অভিবাক ছাত্র-ছাত্রীরা।

এ সময় বক্তরা বলেন, মুক্তিযুদ্ধর নরঙ্গনের লড়াকু সৈনিকরা কী ভাবে নিজের জীবন তাদের পরিবার মায়ের আঁচল ছেরে দিয়ে তারা যুদ্ধে করতে গিয়ে ছিলেন। বক্তরা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,তারা কত ত্যাগ ও কিতীক্ষা করেছেন সেটা আসলে আমরা চিরদিনই সরণ করবো এবং তাদের কাছ থেকে শিকতে হবে। যে আমাদের দেশের জন্য কী করার যায়!লেখা পড়া যাতে মনোযোগ দিয়ে করি লেখাপড়া যাতে নিজের কল্যান,পরিবারের কল্যান ও দেশের কল্যানে যাতে আত্মনিয়োগ করতে পারি সেটি মাথায় রাখতে হবে।

সাতক্ষীরাসাতক্ষীরায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে মুক্তিযোদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা সভা
Comments (0)
Add Comment