বর্তমান সরকার মানসম্মত শিক্ষার উপর গুরুত্বারোপ করেছে-ঈশ্বরদী সরকারি কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তরকালে -সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি : ঈশ্বরদী সরকারি কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার ২ নভেম্বর সকালে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া ) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস । বক্তৃতায় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেন, ‘বর্তমান সরকার মানসম্মত শিক্ষার উপর গুরুত্বারোপ করেছে এবং সেজন্য দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।’

 তিনি আরও বলেন, ‘এই শিক্ষা প্রতিষ্ঠান আমার জন্মস্থানের এক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যতদিন বাঁচিয়ে রাখে ততদিন এই প্রতিষ্ঠানের উন্নয়নে জন্য কাজ করে যাব।’

 এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. জাকিরুল হক, ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক ও সাবেক ভিপি মুরাদ আলী মালিথা ও যুবলীগ নেতা দোলন বিশ্বাস, নয়ন ইসলাম প্রমুখ। সব শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

ঈশ্বরদীঈশ্বরদী আওয়ামী লীগ নিউজঈশ্বরদী আপডেট নিউজঈশ্বরদী পৌরসভাঈশ্বরদী সরকারি কলেজনুরুজ্জামান বিশ্বাস
Comments (0)
Add Comment