জয়েন উদ্দিন স্কুলে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক উৎসব

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার সৃজনশীল শিক্ষা প্রতিষ্ঠান ডাক্তার আলহাজ্ব জয়েন উদ্দিন স্কুলে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকাল নয়টায় স্কুলের ডা. শহীদুল্লাহ মিলনায়তনে জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উৎসব উদ্বোধন করেন অতিথিরা।

ডাক্তার আলহাজ্ব জয়েন উদ্দিন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এ টি এম শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, পৌর কাউন্সিলর কামরুল হাসান মিন্টু।

পরে শুরু হয় স্কুলের বিভিন্ন শ্রেণীদের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতার মধ্যে ছিল আবৃত্তি, চিত্রাঙ্কন, ছড়া গান, দেশাত্মবোধকগান, লোকজ নৃত্য, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, উপস্থিত বক্তৃতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এ টি এম শাহ আলম, স্কুলের প্রধান শিক্ষক সন্ধ্যা কিরিটী, স্কুলের শিক্ষক মীর নাসরিন নাহার লাকী, আসাদুজ্জামান দুলাল, প্রসেনজিৎ কুন্ডু, আমিরুল ইসলাম, রেজাউল করিম, সাংবাদিক শাহীন রহমান উপস্থিত ছিলেন।

গানের প্রতিযোগিতার বিচারক ছিলেন আব্দুস সালাম, মীর নাসরিন নাহার লাকী ও শহিদুল ইসলাম। গানের প্রতিযোগিতার তত্ত¡াবধায়নে ছিলেন সঙ্গীত শিক্ষক দেওয়ান জামিউল ইসলাম কাবলী। নৃত্য প্রতিযোগিতার বিচারক ছিলেন রুমানা পারভীন, নাসরিন নাহার লাকী ও সন্ধ্যা কিরিটী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী নূর আবিদ হাসান নিহাল ও ফারহা সাদিন পারিসা।

জয়েন উদ্দিন স্কুলে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক উৎসব
Comments (0)
Add Comment